রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৫:৩৭, ৪ অক্টোবর ২০২৫

‘চোখে বেশি লাগছে? তাহলে স্ক্রল করুন’

‘চোখে বেশি লাগছে? তাহলে স্ক্রল করুন’
ছবি: ফেসবুক ও সম্পাদিত

ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া পর্দার বাইরে সামাজিক মাধ্যমেও সমান সরব। অভিনয় থেকে শুরু করে নাচ, গ্ল্যামার কিংবা ব্যক্তিগত মুহূর্ত—সবকিছুই নিয়মিত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে সমুদ্রপাড় থেকে শেয়ার করলেন নতুন কিছু ছবি। কালো বিকিনি ও স্কার্ট-স্টাইল আউটফিটে ধরা দেন তিনি। খোলা চুল, হালকা মেকআপ আর গয়নায় সাজানো ফারিয়ার এই লুক মুহূর্তেই নজর কাড়ে সবার। সমুদ্রের পানিতে দাঁড়িয়ে সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায় তোলা ছবিগুলোতে তাকে এক ভিন্ন রূপে দেখা যায়।

ছবিগুলোর ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘তোমার চোখে বেশি লাগছে? তাহলে স্ক্রল করো, প্রিয়।’ অর্থাৎ, যাদের কাছে তার এই লুক অস্বস্তিকর মনে হচ্ছে, তাদের উদ্দেশেই তিনি স্ক্রল করে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

ছবি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ঝড় তোলে ফারিয়ার পোস্ট। মুহূর্তের মধ্যেই তা লাইক ও কমেন্টে ভরে যায়। অনেকে তার ফিটনেস ও স্টাইলের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ সাহসী অবতারের মন্তব্য করেছেন ভিন্ন সুরে।

কিছুদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন নুসরাত ফারিয়া। সেখান থেকেই কখনো ওয়েস্টার্ন, কখনো ফিউশন, আবার কখনো ক্যাজুয়াল সাজে হাজির হচ্ছেন ভক্তদের সামনে। প্রতিবারের মতো এবারও তার নতুন লুক আলোচনায় এনেছে তাকে।