শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৫:৫৪, ৫ অক্টোবর ২০২৫

পিঠ-কোমরের ব্যথার যন্ত্রণা নির্মূল করার বিশেষ পদ্ধতি শেখালেন নিকিতা

পিঠ-কোমরের ব্যথার যন্ত্রণা নির্মূল করার বিশেষ পদ্ধতি শেখালেন নিকিতা
ছবি: ফেসবুক ও সম্পাদিত

দীর্ঘদিন ধরে পিঠের তীব্র যন্ত্রণায় ভুগছিলেন অভিনেত্রী নিকিতা দত্ত। ব্যথা এতটাই বেড়ে গিয়েছিল যে, বহুদিন তাকে শয্যাশায়ী থাকতে হয়েছিল। ওষুধ ও চিকিৎসাতেও বিশেষ ফল মেলেনি। ব্যথার কারণে শুটিংয়ের কাজও বন্ধ হয়ে যায় তার। ঠিক সেই সময় ফিটনেস প্রশিক্ষকের পরামর্শে নিকিতা শুরু করেন একটি বিশেষ যোগাভ্যাস—চক্রাসন। নিয়মিত এই আসন করার ফলেই কমতে থাকে তার যন্ত্রণা।

নিকিতা জানান, নিয়মিত চক্রাসন অভ্যাসে তিনি কেবল পিঠ ও কোমরের ব্যথা থেকে মুক্তি পাননি, বরং তার শরীরের ফিটনেসও বেড়েছে। সেই সঙ্গে পেটের অতিরিক্ত মেদও ঝরে গেছে।

সংস্কৃত শব্দ ‘চক্র’ মানে বৃত্ত বা চাকা। শরীরের নমনীয়তা বাড়াতে, পিঠ-কোমরের পেশিকে মজবুত রাখতে এবং হজমের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে চক্রাসন অত্যন্ত উপকারী বলে মনে করেন প্রশিক্ষকেরা।

চক্রাসন করতে প্রথমে একটি যোগম্যাটে চিত হয়ে শুয়ে পড়তে হয়। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ধীরে ধীরে হাঁটু ভাঁজ করতে হয়, যেন পায়ের পাতা মাটিতে স্পর্শ করে। এরপর দুই হাত মাথার দুই পাশে এনে তালু কাঁধের নিচে রাখতে হয়। তারপর হাত ও পায়ের পাতায় ভর দিয়ে শরীর তুলতে হয়, শুরুতে মাথা মাটিতে রাখলেও ধীরে ধীরে তা উপরে তুলতে হয়। শরীরের ভঙ্গি যেন চাকার মতো বৃত্তাকার হয়। এই ভঙ্গিতে ১৫ থেকে ৩০ সেকেন্ড থাকার পর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হয়।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত চক্রাসন করলে থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে আসে, হৃদ্‌যন্ত্র সুস্থ থাকে, ফুসফুসের কর্মক্ষমতা বাড়ে এবং এটি প্রজনন স্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব ফেলে।

নিকিতা দত্তর অভিজ্ঞতা প্রমাণ করে, শরীরচর্চায় নিয়মিত একটি সঠিক অভ্যাস কত বড় পরিবর্তন আনতে পারে।

সর্বশেষ