বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

অভিনেত্রী

অভিনেত্রী

‘ডাইরেক্ট অ্যাটাক’ দিয়ে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরলেন পপি 

‘ডাইরেক্ট অ্যাটাক’ দিয়ে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরলেন পপি 

দীর্ঘদিন শোবিজের বাইরে থাকা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি আবারও বড় পর্দায় ফিরছেন। ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে থাকা এই তারকাকে দর্শকরা দেখবেন তাঁর অভিনীত নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’-এ, যা মুক্তি পাবে আগামী ১৭ অক্টোবর। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী। পপি জানান, অনেক আগে সিনেমাটির শুটিং শেষ করেছিলেন তিনি। এখন মুক্তি পাওয়ায় ভালো লাগছে, কারণ অনেক বছর পর নিজের কাজ নিয়ে আবার দর্শকের সামনে আসতে চলেছেন। তবে মুক্তি সামনে হলেও সিনেমার প্রচারণায় তাঁকে এখনো দেখা যায়নি। এ বিষয়ে নির্মাতা নিশ্চিত করতে পারেননি পপি প্রচারে যুক্ত হবেন কি না।