জেলবন্দি অভিনেত্রীকে ১০২ কোটির জরিমানা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রানিয়া রাওকে ১০২ কোটি টাকা জরিমানা করেছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) সোনা পাচারের অভিযোগে।
গত ৩ মার্চ, দুবাই থেকে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪.২ কেজি সোনা অবৈধভাবে দেশে আনার চেষ্টা করতে গিয়ে তাকে আটক করা হয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোর বাজেয়াপ্তকৃত সোনার মধ্যে এটি অন্যতম বড় ও চাঞ্চল্যকর ঘটনা। বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে কারণ রানিয়া শুধুমাত্র গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত থাকলেও তার সৎ বাবা একজন ডিজিপি পদমর্যাদার কর্মকর্তা।
তদন্তে অভিযোগ ওঠে, অভিনেত্রী নিজেই চোরাচালানের পুরো কর্মকাণ্ড সমন্বয় করছিলেন। এই মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ব্যবসায়ী তরুণ কোন্ডারাজু, গয়না ব্যবসায়ী সাহিল সাখারিয়া জৈন এবং ভরত কুমার জৈন।
জানা গেছে, কোন্ডারাজু পরিবহন ব্যবস্থা সামলেছেন, আর জৈনরা সোনা বিক্রি ও হাওয়ালা চ্যানেলের মাধ্যমে অর্থ সরানোর দায়িত্বে ছিলেন। চারজনই বর্তমানে পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে হেফাজতে রয়েছেন।