‘সাবধান নাগিন আজমেরী হক বাঁধন এসেছে’

অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল ও সমালোচনার মুখে পড়েন। নানা সময় তাকে উদ্দেশ্য করে কটূক্তি করা হলেও সেগুলোকে তিনি সাধারণত গুরুত্ব দেন না। এবার তাকে ‘নাগিন’ বলে কটাক্ষ করা হয়েছে। তবে বিষয়টি হালকাভাবে নিয়েই মজাদার জবাব দিয়েছেন তিনি।
ফেসবুকে বাঁধন লেখেন, ‘আমার জীবনের সেরা সময়গুলোর একটি কাটাচ্ছি। ইতিমধ্যে গালির তালিকায় নতুন সংযোজন হয়েছে—‘নাগিন’। এটা আমার কাছে বেশ অভিনব ও স্টাইলিশ মনে হচ্ছে।’
তিনি আরও লিখেছেন, ‘আসলে আমি এটা বেশ উপভোগ করছি। তাই সরে দাঁড়ান, শহরে হাজির হয়েছে ‘নাগিন আজমেরী হক’।
তার এই প্রতিক্রিয়ায় অনেকেই মজাদার মন্তব্য করেছেন। নির্মাতা খিজির হায়াত খান মন্তব্য করেন, ‘ঢালিউডের বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ভাই নাকি তার শেষ নাগিন ছবিতে তোমাকে কাস্ট করার কথা ভাবছেন, তাই প্রস্তুত থেকো।’
নজরুল সঙ্গীতশিল্পী নাশিদ কামাল লেখেন, ‘উপভোগ করো, কারণ যেদিন মানুষ তোমাকে নিয়ে কথা বলা বন্ধ করবে, সেদিনই আসল চিন্তার বিষয়।’
অন্য এক অনুসারী সামি দোহা লিখেছেন, ‘অনলাইন বুলিংকারীদের জন্য এটা অসাধারণ জবাব।’ আর শর্মী হোসেইন রসিকতা করে বলেন, ‘একদিন বই লিখব—‘বাঙ্গু ব্যাটাদের গালি কালেকশন’। তাই ভাইয়েরা, কাজ চালিয়ে যান।’