‘ডাইরেক্ট অ্যাটাক’ দিয়ে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরলেন পপি

দীর্ঘদিন শোবিজের বাইরে থাকা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি আবারও বড় পর্দায় ফিরছেন। ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে থাকা এই তারকাকে দর্শকরা দেখবেন তাঁর অভিনীত নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’-এ, যা মুক্তি পাবে আগামী ১৭ অক্টোবর। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী।
পপি জানান, অনেক আগে সিনেমাটির শুটিং শেষ করেছিলেন তিনি। এখন মুক্তি পাওয়ায় ভালো লাগছে, কারণ অনেক বছর পর নিজের কাজ নিয়ে আবার দর্শকের সামনে আসতে চলেছেন। তবে মুক্তি সামনে হলেও সিনেমার প্রচারণায় তাঁকে এখনো দেখা যায়নি। এ বিষয়ে নির্মাতা নিশ্চিত করতে পারেননি পপি প্রচারে যুক্ত হবেন কি না।
পপি সর্বশেষ ২০১৯ সালে এফডিসিতে ‘সাহসী যোদ্ধা’ নামের ছবির শুটিং করেছিলেন। পরে এটি সেন্সর ছাড়পত্র পায় ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে ২০২১ সালে। কয়েক দফা মুক্তির ঘোষণা এলেও প্রতিবারই শেষ মুহূর্তে পিছিয়ে যায়। অবশেষে এবার আর দেরি করতে চান না বলে জানিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী। তাঁর ভাষায়, বহুদিন অপেক্ষার পর এবার সবকিছু ঠিক থাকলে সিনেমাটি নির্ধারিত সময়েই মুক্তি পাবে। শিগগিরই শুরু হবে প্রচার-প্রচারণা।
সামাজিক অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে পপিকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। পপির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘দি ডিরেক্টর’ (২০১৯)। আড়ালে যাওয়ার আগে তিনি ‘ধোঁয়া’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু সেটির শুটিং আর শুরু হয়নি।
২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি ভিডিওবার্তার মাধ্যমে সংক্ষিপ্তভাবে ভক্তদের সামনে আসেন তিনি। তখন বলেছিলেন—‘ভাগ্য থাকলে আবার ফিরব।’ তাঁর আড়ালের সময়ে বিয়ে ও সংসার নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও, পরে স্বামী ও সন্তানের সঙ্গে প্রকাশ্যে আসেন পপি। চলতি বছরের শুরুতে জমি দখলের অভিযোগে আলোচনায়ও আসেন তিনি, যেটি করেন তাঁর বোন ফিরোজা পারভীন।
তবে পপি জানিয়েছেন, সামনে নতুন কোনো সিনেমায় অভিনয়ে তাঁর আগ্রহ নেই এবং প্রযোজনায়ও নামার পরিকল্পনা নেই। নব্বইয়ের দশকে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় ওমর সানীর বিপরীতে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় তাঁর যাত্রা শুরু। অভিষেক ছবিতেই তিনি আলোড়ন তোলেন এবং নায়িকা হিসেবে শক্ত অবস্থান গড়ে নেন। সেই উজ্জ্বল ক্যারিয়ারের পর বহু বছর আড়ালে থেকে অবশেষে আবারও দর্শকদের সামনে আসছেন পপি, হয়তো শেষবারের মতো।