শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৭:১৭, ২৬ আগস্ট ২০২৫

‘আমি বিবাহিত, সেটা ফেসবুকে দেখানোর মতো কিছু নয়’

‘আমি বিবাহিত, সেটা ফেসবুকে দেখানোর মতো কিছু নয়’
ছবি: ফেসবুক

কান টানলেই যেমন মাথা আসে, তেমনি ঢালিউড তারকা অপু বিশ্বাসের নাম উচ্চারণ হলেই চলে আসে শাকিব খানের প্রসঙ্গ। ব্যক্তিগত জীবন ও শাকিব খানকে ঘিরেই নায়িকার নানা আলোচনা প্রাণ পায়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রমাণ দেওয়ার প্রয়োজন বোধ করেন না।

অপু বিশ্বাস বলেন, ‘আমি বিবাহিত, সেটা ফেসবুকে দেখানোর মতো কিছু নেই।’

২০০৮ সালে শাকিব খানের সঙ্গে তার বিয়ে হলেও বিষয়টি দীর্ঘদিন গোপন ছিল। ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর তা প্রকাশ্যে আসে। তবে অল্প সময়ের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পরও ছেলেকে ঘিরে দু’জনকে একসঙ্গে দেখা গেছে বিভিন্ন সময়, দেশে ও বিদেশে। বিশেষ করে শাকিব ও বুবলীর সম্পর্কে টানাপোড়েন শুরু হওয়ার পর শাকিব–অপুর সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জনও ছড়ায়।

নিজের অবস্থান পরিষ্কার করে অপু বিশ্বাস বলেন, ‘ফেসবুকের মাধ্যমে যদি সংসার প্রমাণ করতে হয়, তাহলে তো বিয়েরই দরকার নেই। আমি বিবাহিত, এখানে কারও বিশ্বাস–অবিশ্বাসে আমার কিছু যায় আসে না। আমার সময় নেই কাউকে বোঝাতে যাওয়ার।’

বর্তমান সংসার জীবনের প্রসঙ্গে সরাসরি উত্তর না দিয়ে তিনি জানান, পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগত রাখতে চান। উদাহরণ টেনে অপু বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় নায়ক শাহরুখ খান। তার ব্যক্তিগত জীবনের কতটুকুই বা আপনি জানেন? তিনি যা প্রয়োজন মনে করেছেন, শুধু সেটুকুই জানিয়েছেন। আমারও একই অবস্থান।’