বিদেশ থেকে ফিরে চিকিৎসকের কাছে অভিনেত্রী, অতপর...

অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য আবারও পায়ের পুরনো চোটে ভুগছেন। আগে ‘লিগামেন্ট টিয়ার’-এর কারণে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন তিনি। এবার ঘুরতে গিয়ে সেই একই জায়গায় নতুন করে আঘাত পাওয়ায় ফের চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন।
শ্রীমা জানিয়েছেন, এতদিন ব্যথানাশক ওষুধ খেয়ে কাজ চালাচ্ছিলেন। কিন্তু আর তা কাজে আসছে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্তত এক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। পাশাপাশি ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপিও চালিয়ে যেতে হবে। অভিনেত্রীর ভাষায়, ‘যেখানে আগেরবার চোট পেয়েছিলাম, আবারও সেই জায়গাতেই ব্যথা শুরু হয়েছে।’
কিছুদিন আগে একা থাইল্যান্ডে গিয়েছিলেন তিনি। সেখানেই ঘটে বিপত্তি। পটায়ায় বৃষ্টির মধ্যে স্কুটিতে শুটিং করার সময় হঠাৎ চাকা পিছলে পড়ে যান শ্রীমা। আবারও পায়ে আঘাত পান। তবু আহত পা নিয়েই একা ঘুরে দেখেন পুরো থাইল্যান্ড।
এর আগেও শুটিং সেটেই চোট পান অভিনেত্রী। ‘বসু পরিবার’ ধারাবাহিকের বিয়ের দৃশ্যের প্রোমো শুটিং চলাকালীন দুর্ঘটনায় পড়েছিলেন তিনি। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে বড় জটিলতায় পড়তে হয়। দীর্ঘদিন ক্রাচ নিয়ে হাঁটতে হয়েছিল তাকে।
এক বছর পরেও পুরনো সেই আঘাত নতুন করে কষ্ট দেবে, তা ভাবেননি শ্রীমা। তিনি জানান, ২০২৪ সালের দুর্গাপুজোয় কেবল দশমীর দিন সামান্য বের হতে পেরেছিলেন। তাই এবারের পুজোয় যেন আগের মতো কষ্ট ভোগ না করতে হয় এটাই তার একমাত্র প্রার্থনা।