ভারত সরকার এখানে অনেক অতিথিকে আশ্রয় দিয়েছে: মমতা
ভারত সরকারের প্রশ্রয়েই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী, এমপি এবং দলের বিভিন্ন স্তরের নেতারা কলকাতায় অবস্থান করছেন, এমন ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিউটাউনে এক সরকারি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারত সরকার আমাদের এখানে কয়েকজন অতিথিকে আশ্রয় দিয়েছে, আমি কি না করেছি? তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের সংকটের কারণেই এ আশ্রয় দেওয়া হয়েছে।