সৃজিত-সুস্মিতার প্রেমের সম্পর্ক ঘিরে গুঞ্জন

ওড়িশার পুরীতে চলছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’–এর শুটিং। ছয় বছর ধরে লালন করা চিত্রনাট্য এবার পর্দায় রূপ নিতে চলেছে। তিন শতাব্দীর তিনটি প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ছবির প্রেম যখন প্রকাশের অপেক্ষায়, ঠিক তখনই প্রকাশ্যে এসেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের মধ্যকার ঘনিষ্ঠতা।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সিনেমার কাজের সূত্রে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সৃজিতের মঞ্চনাটক ‘মার্ক্স ইন কলকাতা’র প্রথম প্রদর্শনী দেখতে গিয়েছিলেন সুস্মিতা। পাশাপাশি একাধিক বাংলা ছবির প্রিমিয়ারে তাদের একসঙ্গে দেখা গেছে। পরিচালকের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও সুস্মিতার সখ্য রয়েছে। যদিও এতদিন এ নিয়ে তেমন আলোচনা হয়নি।
পুরীর সমুদ্রতীরে চলা শুটিংয়ের মাঝেই সৃজিত ও সুস্মিতাকে ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ করে একটি ইনস্টাগ্রাম পোস্ট। সুস্মিতা শেয়ার করেন পরিচালকের সঙ্গে একটি ছবি, যার ক্যাপশন ছিল: ‘স্যার চোখের মধ্যে।’ ছবিটিতে সৃজিত নিজে লাভ রিয়্যাকশন দেওয়ায়, নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা। অনেকেই মনে করছেন, তাদের বন্ধুত্ব এখন বিশেষ সম্পর্কের দিকে এগোচ্ছে।
তবে এই জল্পনার মধ্যেই এগিয়ে চলছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির কাজ। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির কয়েকটি চরিত্রের লুক। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে ‘বিনোদিনী’ রূপে, যিশু সেনগুপ্ত নিত্যানন্দ প্রভুর ভূমিকায়, এবং ব্রাত্য বসু গিরীশচন্দ্র ঘোষের চরিত্রে অভিনয় করছেন।
চলচ্চিত্রটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বর মাসে।