সৃজিত-সুস্মিতার প্রেমের সম্পর্ক ঘিরে গুঞ্জন
ওড়িশার পুরীতে চলছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’–এর শুটিং। ছয় বছর ধরে লালন করা চিত্রনাট্য এবার পর্দায় রূপ নিতে চলেছে। তিন শতাব্দীর তিনটি প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ছবির প্রেম যখন প্রকাশের অপেক্ষায়, ঠিক তখনই প্রকাশ্যে এসেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের মধ্যকার ঘনিষ্ঠতা।