ইধিকা পালের নতুন স্বপ্ন ‘বহুরূপ’

বাংলাদেশের চলচ্চিত্র ‘প্রিয়তমা’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ইধিকা পালের। শাকিব খানের বিপরীতে অভিনীত সেই ছবিটি বক্স অফিসে সাফল্য পাওয়ার পর টালিউডের নির্মাতারাও ইধিকাকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী হয়ে ওঠেন। এরপর থেকেই পশ্চিমবঙ্গের একাধিক ছবিতে কাজ শুরু করেন তিনি। এমনকি টালিউড তারকা দেবের সঙ্গেও টানা তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হন ইধিকা।
দেব ছাড়াও এবার টালিউড অভিনেতা সোহমের বিপরীতে দেখা যাবে তাকে। ‘বহুরূপ’ শিরোনামের এই সিনেমাটি আগামী ২৯ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ছবির ফার্স্ট লুক, যা আলোচনায় আসে দর্শকদের মাঝে। এরপর ৮ আগস্ট মুক্তি পায় টিজার, যেখানে টানা খুনের ঘটনায় আতঙ্কিত শহরের এক বহুরূপী খুনির চরিত্রে সোহমকে দেখে দর্শক রীতিমতো শিহরিত হন। সিনেমাটিতে সাত ভিন্ন লুকে হাজির হবেন সোহম, আর ইধিকাকে দেখা যাবে পুরোপুরি গ্ল্যামার গার্ল হিসেবে।
গতকাল মঙ্গলবার বিকেলে প্রকাশিত হয়েছে ছবির অফিসিয়াল ট্রেলার। এসবি ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট ও রূিণী ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন আকাশ মালাকার। মুক্তির অপেক্ষায় উচ্ছ্বসিত ইধিকা জানিয়েছেন, দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য তিনি ভীষণভাবে আগ্রহী।
ট্রেলার প্রকাশের আগে ছবির দুই প্রধান অভিনয়শিল্পী সোহম ও ইধিকা পূজা দিতে যান শ্যামসুন্দরী মন্দিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, সাদা কুর্তা-পাজামা পরে পূজা দিচ্ছেন সোহম, আর লাল চুড়িদারে সেজেছেন ইধিকা। পূজা ও আরতি শেষে একসঙ্গে দাঁড়িয়ে ভোগ বিতরণ করেন তারা। তারকাদের হাত থেকে ভোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত ভক্তরা।