শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৬, ১৮ জুলাই ২০২৫

ভারত সরকার এখানে অনেক অতিথিকে আশ্রয় দিয়েছে: মমতা

ভারত সরকার এখানে অনেক অতিথিকে আশ্রয় দিয়েছে: মমতা
ছবি: ইন্টারনেট

ভারত সরকারের প্রশ্রয়েই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী, এমপি এবং দলের বিভিন্ন স্তরের নেতারা কলকাতায় অবস্থান করছেন, এমন ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) নিউটাউনে এক সরকারি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারত সরকার আমাদের এখানে কয়েকজন অতিথিকে আশ্রয় দিয়েছে, আমি কি না করেছি? তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের সংকটের কারণেই এ আশ্রয় দেওয়া হয়েছে।

মমতা জানান, এসব অতিথি রাখার রাজনৈতিক এবং কেন্দ্রীয় সরকারের নিজস্ব উদ্দেশ্য থাকতে পারে, তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আপত্তি তোলা হয়নি।

বাংলা ভাষা নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, বাংলায় কথা বললেই কাউকে বাংলাদেশি বলে দেওয়া হয়, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন তোলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি, এমনটা কি সম্ভব? ১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তির উল্লেখ করে তিনি বলেন, ওই সময় যারা ভারতে এসেছেন, তারা সবাই ভারতের বৈধ নাগরিক, বাংলাদেশি নন।

তিনি আরও অভিযোগ করেন, এখন বিজ্ঞপ্তি দিয়ে বলা হচ্ছে—বাংলা ভাষায় কথা বললেই রিপোর্ট করতে হবে। অথচ ওরা জানে না, বাংলা ভাষাভাষীর সংখ্যা এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে পঞ্চম। ওপার বাংলার মানুষের টান থাকতেই পারে, সেটা ভুলে গেলে চলবে না, বলেন মমতা।

আবাসন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বাংলাভাষীদের হেনস্থার বিরুদ্ধে কণ্ঠ তুলেছেন। তিনি বলেন, বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের যেভাবে অপমান করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। এর আগেও তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, জানিয়ে দেন—এই হেনস্থা তিনি মেনে নেবেন না।

আবাসন প্রসঙ্গে মমতা বলেন, কলকাতায় অনেকেরই একটি মাথা গোঁজার আশ্রয় পাওয়ার স্বপ্ন থাকে, কিন্তু অধিকাংশ সময় তা আর্থিক সামর্থ্যের অভাবে অধরাই থেকে যায়। এবার সরকার নিউটাউনে অপেক্ষাকৃত কম দামে ফ্ল্যাট দেবে, যা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে বলেও জানান তিনি।