বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ৩০ আগস্ট ২০২৫

অমিত শাহ’র মাথা কেটে টেবিলে রাখা উচিত: মহুয়া মৈত্র

অমিত শাহ’র মাথা কেটে টেবিলে রাখা উচিত: মহুয়া মৈত্র
তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র মাথা কেটে টেবিলে রাখা উচিত। অনুপ্রবেশ ইস্যুতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সীমান্ত রক্ষা করতে না পারলে অমিত শাহের শাস্তি হওয়া উচিত।

শুক্রবার রাতে কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত পাট্টা বিলি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজেপি সবসময় অনুপ্রবেশকারীদের কথা বলে। কিন্তু সীমান্ত সুরক্ষার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রধানমন্ত্রী ১৫ আগস্ট লালকেল্লায় দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের কারণে দেশের জনসংখ্যাগত ভারসাম্য বদলে যাচ্ছে বলে দাবি করেন। অথচ পাশে বসা স্বরাষ্ট্রমন্ত্রী তখন হাততালি দিচ্ছিলেন।

তিনি বলেন, যদি সত্যিই শয়ে-শয়ে, লাখে-লাখে মানুষ সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে, তবে দায়ভার স্বরাষ্ট্রমন্ত্রীরই। দেশের সীমান্ত রক্ষা করতে না পারলে অমিত শাহের জবাবদিহি করতে হবে।

বাংলাদেশ প্রসঙ্গ টেনে মহুয়া বলেন, অবিভক্ত বাংলার ইতিহাস থেকে শুরু করে দুই দেশের ভাষা ও সংস্কৃতির মিল অস্বীকার করা যায় না। বাংলাদেশ ভারতের বন্ধুপ্রতিম দেশ হলেও বর্তমান সরকার সেখানকার মানুষকে ‘দোষারোপ’ করছে। তিনি অভিযোগ করেন, বিজেপি নেতারা বাংলাদেশিদের নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছেন, অথচ দুই দেশের মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, বিজেপি সরকার আসলে মুসলমানদের লক্ষ্য করে বৈষম্য তৈরি করছে এবং দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা চালাচ্ছে। সিএএ ও এনআরসি নিয়েও কটাক্ষ করে মহুয়া দাবি করেন, আইন চালু হলেও প্রত্যাশিত কোনো সুবিধা পাওয়া যায়নি, বরং তা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করা হচ্ছে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে এমন বক্তব্য দেওয়ার ঘটনায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি। কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় দায়ের করা এ অভিযোগে বলা হয়েছে, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করেছেন, যা আইনগতভাবে অপরাধ।
 

সর্বশেষ