শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৫:৪২, ১৬ জুলাই ২০২৫

‘আমি ভাঙব না’, বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে সুস্মিতা রায় 

‘আমি ভাঙব না’, বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে সুস্মিতা রায় 
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায় ও তাঁর স্বামী, সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর বিচ্ছেদের খবর চলতি মাসেই প্রকাশ্যে এসেছে। বিচ্ছেদের সিদ্ধান্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েন এই দম্পতি, বিশেষ করে সুস্মিতার মা। এবার বিষয়টি নিয়ে খোলামেলা কথা বললেন অভিনেত্রী।

টলিটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতার কাছে জানতে চাওয়া হয়, কেন নিজের জন্মদিনেই তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন? উত্তরে তিনি জানান, এটি ছিল সব্যসাচীর সিদ্ধান্ত। তিনি বলেন, ‘একটা বিশেষ দিন দরকার ছিল এই খবরটা সবাইকে জানানোর জন্য, তাই ওই দিনটা বেছে নেওয়া হয়।’ যদিও জন্মদিনে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনার পক্ষপাতী ছিলেন না তিনি। ‘আমি একটু পরে জানাতে চেয়েছিলাম, কিন্তু তখন চারদিক থেকে এত প্রশ্ন আসছিল, যে একটা দায়বদ্ধতা থেকেই জানানো,’ বলেন সুস্মিতা।

বিচ্ছেদের পর নেটমাধ্যমে নানা কটাক্ষ ও নেতিবাচক মন্তব্য ভেসে আসে, যার বেশির ভাগই গিয়ে পড়ে সুস্মিতার মায়ের উপর। এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে নায়িকা বলেন, ‘আমরা জানিয়েছিলাম এটা আমাদের সমঝোতামূলক সিদ্ধান্ত। আমাদের সংসারে কী চলছিল, সেটা কেবল আমরা আর আমাদের ঘনিষ্ঠজনরাই জানেন। যাঁরা ভ্লগ দেখেন, তাঁরা পুরোটা দেখেন না। তাই এ নিয়ে কাঁটাছেঁড়া বন্ধ করা হোক বলেছিলাম, কিন্তু তাও থামে না।’

তিনি জানান, কেবল মেয়ের মা হওয়ার কারণে তাঁর মাকে দোষারোপ করা হচ্ছে। ‘মা খুব কষ্ট পান এতে। এই বয়সে এসে তাঁকে সোশ্যাল মিডিয়ায় অপমানিত হতে হচ্ছে। তার উপর মায়ের গায়ের রং কালো, তথাকথিত সৌন্দর্যের মানদণ্ডে তিনি ফিট নন  সেই কারণেও কটাক্ষ করা হচ্ছে,’ বলেন সুস্মিতা।

ব্যক্তিগত আক্রমণের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী বলেন, ‘হাজারো কটাক্ষ এলেও আমি ভাঙব না। আমি কাদা ছোঁড়াছুঁড়িতে বিশ্বাস করি না। ভালো-খারাপ সবার মধ্যেই থাকে। কোনো সম্পর্কের ব্যর্থতা শুধুই একতরফা দোষে ব্যাখ্যা করা যায় না।’

নতুন সম্পর্কে জড়ানোর প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুস্মিতা জানান, বর্তমানে সে বিষয়ে কোনো ভাবনা নেই তাঁর। এখন তিনি নিজেকে পুরোপুরি কাজের দিকেই মনোযোগী করতে চান। ‘সামনে বেশ কিছু বড় কাজ রয়েছে, সেগুলো নিয়েই এখন ব্যস্ত থাকতে চাই,’ বলেন তিনি।