প্রিয়াঙ্কার রহস্যময় পোস্টে নতুন জল্পনা

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আবারও এক রহস্যময় পোস্ট দিয়ে অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে তুলেছেন। তার উদ্দেশ্য ঠিক কাকে কেন্দ্র করে তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা জল্পনা।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে ওয়েব সিরিজ ‘দ্য অফিস’–এর একটি দৃশ্য শেয়ার করে তিনি লেখেন, ‘কারো সঙ্গে প্রথম দিন দেখা হলেই বোঝা যায়, এটাই আসলে শেষ দেখা।’ মুহূর্তেই প্রশ্ন উঠেছে, প্রিয়াঙ্কা এই বার্তাটি কাকে উদ্দেশ করে দিয়েছেন।
এর আগেও তার বেশ কিছু পোস্ট নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। কয়েক সপ্তাহ আগে তিনি শেয়ার করেছিলেন, ‘আমি সাধারণত খুব ভালো এবং বুঝদার মানুষ। কিন্তু একবার আমাকে অসম্মান করে দেখুন। তখনই বুঝবেন কেন আমার জীবনে মাত্র তিনজন বন্ধু।’ সেই পোস্টকে ঘিরেই অনেকে ধারণা করেছিলেন, অসম্মানজনক আচরণ যিনি করবেন, তাকে জীবনে জায়গা দিতে প্রিয়াঙ্কা একটুও দ্বিধা করেন না।
উল্লেখযোগ্য বিষয় হলো, জাতীয় পুরস্কারের মঞ্চে শাহরুখ খানকে সম্মানিত করার পরপরই প্রিয়াঙ্কার ওই মন্তব্য আসে। এর পর থেকেই তার সোশ্যাল মিডিয়ায় একের পর এক রহস্যময় বার্তা ঘুরছে, যা নিয়ে অনুরাগীদের আলোচনা এখন তুঙ্গে। কিন্তু ‘দেশি গার্ল’ আসলে কাকে খোঁচা দিচ্ছেন, সে রহস্য এখনও অমীমাংসিত।