শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ২৭ আগস্ট ২০২৫

তিনি এখন ‘ড. মিথিলা’

তিনি এখন ‘ড. মিথিলা’
ছবি: ইন্টারনেট

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের জন্য সবসময়ই আলোচনায় থাকেন। অভিনয় ও পেশাগত দায়িত্বের পাশাপাশি দীর্ঘদিন ধরে পড়াশোনা চালিয়ে যাওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

এবার সেই যাত্রায় এসেছে বড় অর্জন—সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন মিথিলা।

এই উপলক্ষে নিজের নামের আগে যুক্ত করেছেন ‘ডক্টর’ উপাধি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই সাফল্যের কথা জানিয়ে মিথিলা লেখেন, “পাঁচ বছরের দীর্ঘ যাত্রা শেষে পিএইচডি থিসিস সফলভাবে শেষ করতে পেরে আমি গর্বিত ও আবেগপ্রবণ।” এ সময় তিনি তার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষাজীবনে মিথিলা আগে থেকেই ছিলেন মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মাস্টার্সে CGPA ৪-এর মধ্যে ৪ পেয়ে অর্জন করেছিলেন চ্যান্সেলর গোল্ড মেডেল।

স্ত্রীর এই অসাধারণ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন ওপার বাংলার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও মিথিলার স্বামী সৃজিত মুখার্জি। নিজের ফেসবুক পেজে মিথিলার পোস্ট শেয়ার করে তিনি লেখেন, “অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!”

তবে এই পোস্টের মধ্য দিয়েই আবারও আলোচনায় এসেছে মিথিলা-সৃজিতের দাম্পত্য সম্পর্ক। কারণ, কয়েক মাস ধরেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে। জনসমক্ষে একসঙ্গে দেখা না যাওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তারা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে বিয়ে করেন সৃজিত ও মিথিলা। এর আগে ২০০৬ সালে গায়ক-অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিথিলা। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের মেয়ে আইরা তাহরিম খানের জন্ম হয়। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হলেও সন্তানের দায়িত্ব যৌথভাবে পালন করছেন তাহসান ও মিথিলা।

বর্তমানে মেয়েকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন ড. মিথিলা। ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক থাকলেও, একাডেমিক ও পেশাগত অর্জনের দিক থেকে তিনি নিরলসভাবে এগিয়ে চলেছেন।