‘এখন আমাকে কেউ কাজ দেয় না’, কান্নায় ভেঙে পড়লেন বর্ষা

মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী ফেসবুকে কান্নায় ভেঙে পড়েছেন। তিনি অভিযোগ করেছেন, এখন তাকে কেউ কাজ দেয় না। যারা তাকে কাজ দিবে, তাদেরকেও বয়কট করা হবে এ কারণে কাজ পাওয়া তার জন্য অসম্ভব হয়ে গেছে।
ফেসবুকে লাইভে বর্ষা বলেন, ‘আমি বারবার মাফ চেয়েছি, আপনারা কেন আমাকে মাফ করছেন না। এবার একটু থামুন প্লিজ। আমার এই দুই কাঁধে অনেক দায়িত্ব রয়েছে।’
তিনি আরও লিখেছেন, মাত্র ৯ মাসে তার জীবনে বড় পরিবর্তন এসেছে। এই মেয়েটা সবার কাছে বারবার ক্ষমা চাইছে, তবু মজা নেওয়া হচ্ছে। একসময় যাকে আইডল ভাবতেন, এখন সে কাজ পাচ্ছে না।
বর্ষা আরও জানান, নিজের জায়গায় দাঁড়িয়ে দেখলে অন্যরা বুঝতে পারবে তিনি কতোটা কঠিন পরিস্থিতির মুখোমুখি। বর্ষা বলেন, ‘আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়। কিন্তু কেন আপনারা ক্ষমা করতে পারছেন না?।
একই দিনে দেওয়া আরেকটি পোস্টে তিনি জানিয়েছেন, ‘আগের আমি আর এখন আমার মধ্যে অনেক পার্থক্য। এখন আমার ওজন মাত্র ৪০ কেজি, শরীরের অবস্থা ভালো না। চারিদিকে সবাই আমাকে ছোট করে দেখাচ্ছে। কেউ কাজ দেয় না, সবাই বয়কট করেছে। আমারও সংসারে অসুস্থ বাবা-মা আছে এবং বাচ্চা আছে। আমার সময় এসেছে বলেই মনে হচ্ছে, আর সহ্য করতে পারছি না।’