ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করতে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে এ চিঠি পাঠানো হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
এর আগে গত বৃহস্পতিবার একই মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণার পর নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছিল। সে অনুযায়ী সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করেছিল।



























