ইবি’র সমাজকল্যাণ বিভাগের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ২০১৯-২০ শিক্ষাবর্ষ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দিব্য'র স্মরণে ‘দিব্য স্মৃতি শর্ট পিস ক্রিকেট’ টুর্নামেন্টে ২০১৯-২০ শিক্ষাবর্ষ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। টুর্নামেন্টে ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাতুল এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাকিব আসলাম।
সোমবার (১০ নভেম্বর) বিকাল ৩ টায় কেন্দ্রীয় ক্রিকেট মাঠে বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা এবং প্রভাষক হাবিবুর রহমানের উপস্থিতিতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
জানা যায়, দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট ছয়টি দল। টুর্নামেন্টে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে গ্রুপ পর্বে ৬টি, সেমিফাইনালে ২টি এবং ফাইনালে ১টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ সময় বিভাগের শিক্ষক প্রভাষক মো. হাবিবুর রহমান বলেন, 'ফাইনাল ম্যাচ দারুণভাবে উপভোগ করেছি। কোন প্রকার দুর্ঘটনা ছাড়া টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। আশা করি, আগামীতে বিভাগের খেলাধুলা কার্যক্রমে শিক্ষার্থীরা নিয়মিতভাবে অংশগ্রহণ করবে এবং আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। এবং জয়ী এবং বিজিত উভয় দলকে অভিনন্দন ও শুভকামনা রইলো।'
এ সময় বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা বলেন, 'দিব্যকে স্মরণ করে যে টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে, এতে বিভাগের শিক্ষার্থী মধ্যে দিব্যর প্রতি এক অন্যরকম অনুভূতি কাজ করবে। আমি চাই তোমরা এভাবে ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখো এবং বিভাগের শিক্ষক হিসেবে সহযোগিতা করব। তোমাদের ভালো কাজগুলো অব্যাহত থাকুক।'
প্রসঙ্গত, দেবতোষ সরকার দিব্য ইবির সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এস.এম. শাহরীয়ার স্বাধীন/এমটি



























