লন্ডন থেকেই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে, অত্যন্ত লজ্জাকর: গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন, ড. ইউনূসের সঙ্গে লন্ডনে আওয়ামী লীগের যে আচরণ হয়েছে, তা দেশের জন্য অত্যন্ত লজ্জাকর। বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক ভিডিওতে তিনি বলেন, ‘লন্ডনে আওয়ামী লীগ একের পর এক শোডাউন করছে। পরিস্থিতি এমন যে মনে হচ্ছে, লন্ডন থেকেই মূলত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।’
রনি আরও উল্লেখ করেন, লন্ডনে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ও বিভিন্ন ঘটনা সম্পর্কিত প্রেক্ষাপট রয়েছে। তিনি জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সমর্থক বুদ্ধিজীবীদের আন্দোলনের কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানান। সেই সময়ই শেখ মুজিব নিজে গাড়ির দরজা খুলে দিয়েছিলেন ও বন্ধ করেছিলেন।
রনির দাবি, বর্তমান জামায়াতও লন্ডনে প্রভাব বৃদ্ধির চেষ্টা করছে, তবে আওয়ামী লীগ সেখানে তুলনামূলকভাবে শক্তিশালী। তিনি বলেন, ‘বিট্রিশ জনমত এস্টাবলিশমেন্টবিরোধী, তাই লন্ডনে যারা আওয়ামী লীগের সঙ্গে রয়েছেন, তারা বিএনপি-জামায়াতের তুলনায় অনেক ভালো অবস্থানে।’
তিনি আরও বলেন, ‘লন্ডনে আওয়ামী লীগের গত এক বছরে যেসব অঘটন ঘটেছে, তা জামায়াত পূর্বে ঘটাতে পারেনি। ড. ইউনূসের সঙ্গে করা আচরণ দেশের জন্য লজ্জাজনক। কিন্তু আওয়ামী লীগ এটা নিয়ে খুশি, মনে করছে তারা বড় ধরনের কাজ সম্পন্ন করেছে। এটি ড. ইউনূসকেও ভয় পেয়েছে।’
রনি যোগ করেন, ‘লন্ডনে আওয়ামী লীগের শক্তি দিনদিন বাড়ছে। রাজনৈতিকভাবে শক্তিশালী পক্ষের সঙ্গে প্রতিপক্ষ নেগোসিয়েশন করে। আগে জামায়াত ইংল্যান্ডে শক্তিশালী ছিল, আওয়ামী লীগ, বিএনপি নেতারা প্রয়োজনে তাদের সঙ্গে সম্পর্ক রাখতেন। এখন যদি আওয়ামী লীগ সাংগঠনিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, তবে জামায়াতের লোকজনও বন্ধুত্ব শুরু করবে।’