আ.লীগ দূর থেকে মুচকি হাসছে : রনি

সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে আওয়ামী লীগ দূর থেকে মুচকি হাসছে। তার মতে, বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
রনি বলেন, ধর্মকে হাতিয়ার করে রাষ্ট্রক্ষমতা দখল, নির্বাচনে জয়লাভ, মানুষের আবেগ জাগানো, অনুভূতি তৈরি এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, মামুনুল হকের খেলাফত মজলিস, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন কিংবা জামায়াত সবাই তাদের প্রচার ও প্রোপাগান্ডায় ধর্মকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
তিনি বলেন, যদি এবার এসব দল পরাজিত হয়, তবে আগামী ৫০ বছরে তারা আর ধর্মভিত্তিক রাজনীতির কোনো ভিত্তি খুঁজে পাবে না। কারণ বর্তমানে বিভাজন এত গভীর হয়ে গেছে যে, একদিকে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্য ও তাদের বক্তব্য, অন্যদিকে তাদের বিরোধী শক্তি বিশেষ করে বিএনপি।
রনি বলেন, আওয়ামী লীগ এখন রাজনৈতিক অঙ্গনের সামনের সারিতে নেই, তাই তারা দূর থেকে হাসছে এবং বিএনপিকে উদ্দেশ করে বলছে ‘দেখো, আমাদের সরিয়েছিলে, এখন তার ফল ভোগ করো।’ বিএনপির নেতাকর্মীরা বর্তমানে ধর্মভিত্তিক দলের বক্তব্যে এতটাই বিরক্ত হচ্ছেন, যা আওয়ামী লীগের সময়ে দেখা যায়নি।
তিনি মনে করিয়ে দেন, বিএনপির সঙ্গে অতীতে এসব ধর্মভিত্তিক দলের সখ্যতা ছিল এবং দলটি নিজেরাও ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেছে। তার ভাষায়, ২০০১ সালে বিএনপির ভেতরে যে ধর্মভিত্তিক রাজনীতির বীজ বপন করা হয়েছিল, তা এখন বিষবৃক্ষে পরিণত হয়ে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রনি আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতে যদি নির্বাচন হয় এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতে, তবে তারা এই ধর্মভিত্তিক রাজনীতির নেতাদের কঠোরভাবে দমন করবে।