মানুষের সব আগ্রহ শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে: রনি
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, বাংলাদেশের মানুষ বর্তমানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো খবরের প্রতি তেমন আগ্রহ দেখাচ্ছে না।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'সারাদেশে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঘটলেও মানুষের মনোযোগ কেবল শেখ হাসিনাকেন্দ্রিক খবরেই আটকে আছে।'
রনি উদাহরণ দিয়ে বলেন, 'আলী রীয়াজ ঐকমত্য কমিশনে বৈঠক করছেন, প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াচ্ছেন, ড. মুহাম্মদ ইউনূস তার সহযোগীদের নিয়ে আমেরিকা যাচ্ছেন এসব সংবাদে মানুষের আগ্রহ নেই। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটি ভিডিও বা প্রতিবেদন প্রচার হলে মুহূর্তেই সেটি ব্যাপক ভিউ পায়।'
তিনি আরও বলেন, 'দেশে হত্যা, ধর্ষণ, অগ্নিকাণ্ড, পাহাড়ে সংঘর্ষ, জেলখানায় মৃত্যুর মতো বিষয় মানুষ তা নিয়ে মাথা ঘামাচ্ছে না। বিচার প্রক্রিয়ায় প্রতিদিন সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন হলেও সাধারণ মানুষের দৃষ্টি সেদিকে যাচ্ছে না।'
রনির ভাষায়, 'মানুষের মূল কৌতূহল এখন শেখ হাসিনা কোথায়, কী বলছেন, দিল্লি বা লন্ডনে কিংবা ফ্রান্সে তিনি কাদের সঙ্গে কথা বলছেন।'
বর্তমান সময়ের সংবাদজগতে এক ধরনের ‘খবরের দুর্ভিক্ষ’ চলছে, যেখানে শেখ হাসিনা ছাড়া কোন খবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারছেনা বলেও মোট দেন রনি।



























