শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:৪৯, ৩১ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৪৫, ৩১ অক্টোবর ২০২৫

বাংলাদেশের গণতন্ত্র কেমন হবে সেটা বিদেশি ব্যক্তি শেখাতে পারবে না : মাসুদ কামাল

বাংলাদেশের গণতন্ত্র কেমন হবে সেটা বিদেশি ব্যক্তি শেখাতে পারবে না : মাসুদ কামাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের গণতন্ত্র বা রাজনীতি কীভাবে চলবে, তা কোনো বিদেশি নাগরিক শেখাতে পারে না— এমন মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

শনিবার (তারিখ উল্লেখযোগ্য নয়) এক আলোচনায় তিনি এ কথা বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র কেমন হবে, পলিটিক্যাল পার্টিগুলো শাসন পরিচালনা করবে কীভাবে— সেটা বিদেশি কেউ শেখাতে পারবে না। এই জ্ঞান আসতে হবে আমাদের দেশের মানুষ থেকে, এই মাটির মানুষ থেকে।’

তিনি আরও বলেন, ‘আপনি কত বড় জ্ঞানী, সেটা বড় বিষয় না। গুরুত্বপূর্ণ হলো আপনি কতটা দেশপ্রেমিক। কারণ, জ্ঞানী মানুষ চতুর চোর হতে পারে, কিন্তু দেশপ্রেমিক মানুষ কখনো চোর হতে পারে না। দেশপ্রেমই সবচেয়ে বড় যোগ্যতা।’

বিদেশে নাগরিকত্ব নেওয়া প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, ‘যে ব্যক্তি এই দেশে জন্ম নিয়ে অন্য দেশের নাগরিকত্ব নেয়, সে প্রমাণ করে একজন কৃষকের চেয়েও তার দেশপ্রেম কম। আপনি বিদেশে কাজ করবেন, ইনকাম করবেন, ডলার পাঠাবেন— এতে সমস্যা নেই। কিন্তু অন্য দেশের নাগরিকত্ব নিতে হবে কেন? এতে বোঝা যায়, আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।’

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজকে সমালোচনা করে মাসুদ কামাল বলেন, ‘এই লোক আমাকে শেখাবে দেশ কেমন করে চলবে! ড. আলী রীয়াজ শেখাবে রিকশা কেমন করে চালাতে হয়? রিকশা চালানো জানে রিকশাওয়ালা, যে চড়ে, যে দেখে। বাংলাদেশের গণতন্ত্রের মডেল কী হবে, সেটা বিদেশে বসে কেউ ঠিক করতে পারে না।’

মাসুদ কামাল বলেন, 'বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের ধারা নির্ধারণ করতে হবে বাংলাদেশের মানুষকেই— যারা এই দেশের মাটিতে জন্মেছে, বড় হয়েছে এবং এই দেশের সুখ–দুঃখে অংশ নিয়েছে।'

সদ্য সংবাদ/এমটি