অন্যের পেটের মধ্যে ঢুকে রাজনীতি করলে দল দাঁড়ায় না: এনসিপিকে জিল্লুর রহমান
জননৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, “জুলাই অভ্যুত্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের ভূমিকা ছিল, কিন্তু তারা ইতিমধ্যেই বেশ কিছু ভুল করেছে। এই ভুলের কারণে তাদের আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। রাজনীতি করতে হলে জনগণের সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করে দাঁড়াতে হবে, অন্যের ছায়ায় নয়।”
শুক্রবার (৭ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক বিশ্লেষণমূলক ভিডিওতে তিনি এসব মন্তব্য করেন।
জিল্লুর রহমান বলেন, “দেশের মানুষ গত এক বছরে শুনেছে, এনসিপির নেতারা বিএনপির সম্পর্কে কী বলেছেন। বড় বড় নেতারা উদার হয়ে সেটা ভুলে যেতে পারেন, কিন্তু কর্মীরা সেটা ভোলে না। এনসিপির উচিত হবে সময় নিয়ে নিজের অবস্থান দৃঢ় করা—অন্যের পেটের মধ্যে ঢুকে পড়লে কোনোদিন এই দল দাঁড়াবে না।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা শোনা যাচ্ছে। জামায়াত এই বিষয়ে উৎসাহী। কিন্তু যদি বিএনপি এমন কোনো সমঝোতায় যায়, সেটা দীর্ঘমেয়াদে তাদের জন্য ক্ষতিকর হতে পারে।”
বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে ইতিবাচক মন্তব্য করে তিনি বলেন, “বিএনপি দেশে একটা রাজনৈতিক আবহ তৈরি করতে পেরেছে। তারা মুক্তিযোদ্ধার দল, প্রকৃত অর্থেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধারণ করে এবং সেটাকে কখনোই আন্ডারমাইন করবে না।”
জিল্লুর রহমান আরও যোগ করেন, “বিএনপি এখন মধ্যমপন্থার রাজনীতি করছে। তারা যদি এই ধারাটা ধরে রাখতে পারে, ভবিষ্যৎ তাদের হাতেই। যদিও মাঝে মাঝে পথটা কঠিন মনে হবে, কিন্তু এই জায়গাতেই তারা সব শ্রেণির মানুষের সমর্থন পাবে।”
তার বিশ্লেষণে তিনি বিএনপির ‘মধ্যপন্থী, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির’ ধারাকে ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন, পাশাপাশি এনসিপিকে “রাজনৈতিক আত্মসম্মান পুনর্গঠনের” পরামর্শ দেন।



























