শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২৩:৩৫, ৩১ অক্টোবর ২০২৫

৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার করেও দিশেহারা পুলিশ, বেগবান হচ্ছে আ.লীগ

৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার করেও দিশেহারা পুলিশ, বেগবান হচ্ছে আ.লীগ

আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেগবান হচ্ছে এবং দলটির ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেও পুলিশ এখন দিশেহারা—এমন মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ।

শুক্রবার (৩১ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’ তে প্রকাশিত এক বিশ্লেষণাত্মক ভিডিওতে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে গত ১০ মাসে প্রায় ৩ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ‘তবু তাদের মিছিল থামানো যাচ্ছে না,’ বলেন তিনি।

মোস্তফা ফিরোজ বলেন, ‘ঢাকা ও আশপাশের এলাকায় প্রতিদিনই ঝটিকা মিছিল হচ্ছে। যেমন একসময় বিএনপি-জামায়াত করত, ঠিক তেমনই গলি থেকে বের হয়ে মেইন রোডে উঠেই তারা হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে। এটা এখন ক্রমেই বাড়ছে—ঝটিকা মিছিল থেকে গণমিছিলে রূপ নেওয়ার আশঙ্কা আছে।’

তিনি মনে করেন, সরকারের ভেতরে দুর্বলতা যত বাড়ছে এবং আওয়ামী বিরোধী দলগুলোর মধ্যে অনৈক্য যত বাড়ছে, আওয়ামী লীগের মাঠপর্যায়ের তৎপরতাও তত জোরদার হচ্ছে।
 
তিনি বলেন, ‘আওয়ামী লীগের ঝটিকা মিছিল বড় হচ্ছে, এর মানে সরকারের জনপ্রিয়তা কমছে; কিন্তু একইসঙ্গে বিরোধীদের গ্রহণযোগ্যতাও হ্রাস পাচ্ছে’।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, চাঁদাবাজি ও রাহাজানির বৃদ্ধি মানুষের মধ্যে একধরনের মানসিক পরিবর্তন ঘটিয়েছে।
‘অনেকেই এখন ভাবছে আওয়ামী লীগের আমলেই অন্তত কিছুটা নিয়ন্ত্রণ ছিল। ফলে আওয়ামী লীগের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হচ্ছে,’ বলেন তিনি।

সাংবাদিক মোস্তফা ফিরোজ শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের দিকেও ইঙ্গিত করে বলেন, ‘তাদের যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, তারা মনে করছে সরকার গঠন না পারলেও শক্তিশালী বিরোধী দল হিসেবে ফিরে আসতে পারবে। এই মুহূর্তে বিরোধী শক্তিগুলোর মধ্যে সমন্বয়ের অভাব, মানুষের মধ্যে হতাশা এবং সরকারের প্রতি ক্ষোভ সবকিছু মিলে এক অস্থির রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। এমন অবস্থায় পতিত স্বৈরাচারও কখনো কখনো গ্রহণযোগ্য হয়ে ওঠে।’

সম্পর্কিত বিষয়: