শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৪, ১৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:১৪, ১৩ নভেম্বর ২০২৫

গণতন্ত্র ব্যর্থ হলে সেনা ক্যু অবশ্যম্ভাবী: ফাহাম আবদুস সালাম

গণতন্ত্র ব্যর্থ হলে সেনা ক্যু অবশ্যম্ভাবী: ফাহাম আবদুস সালাম
ছবি: সংগৃহীত

বাংলাদেশে গণতন্ত্র ব্যর্থ হলে সেনা ক্যু অনিবার্য বলে মন্তব্য করেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আবদুস সালাম।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে সতর্ক করেন তিনি।

ফাহাম বলেন, 'দেশের বর্তমান রাজনৈতিক জটিলতার মূল কারণ হলো দলগুলোর সিট ভাগাভাগির মানসিকতা।'

তিনি বিএনপিকে আহ্বান জানিয়ে বলেন, 'জামায়াত বা এনসিপির সঙ্গে আসন ভাগাভাগির রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের হাতে পূর্ণ ক্ষমতা ফিরিয়ে দিন। জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন, কে সংসদে যাবে। এটা নেতারা মিলেমিশে ঠিক করতে পারেন না।'

তিনি বলেন, 'জনগণই বিএনপির আসল অডিয়েন্স। জামায়াত বা এনসিপি নয়। একটাও আসন না জিতলেও অসুবিধা নেই, কিন্তু জনগণের সিদ্ধান্তের জায়গা সংকুচিত করা যাবে না।'

গণতন্ত্র রক্ষায় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ফাহাম বলেন, 'রাজনৈতিক নেতারা কম প্রতিশ্রুতি দিন, কিন্তু যা বলেন তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করুন। কম্প্রোমাইজ করুন, কিন্তু এমন নয় যে জনগণ দুধভাত হয়ে যায়।'

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, 'যারা জনগণকে পাশ কাটিয়ে সংসদে যেতে চায়, তারা দেশের সমস্যা সমাধান করবে না—বরং সব কাজ আটকে দেবে। এরা মেরিটোক্রেসির শত্রু, নিজেদের লোক দিয়ে সব ভরতে চায়।'

পোস্টের শেষে তিনি পরামর্শ হিসেবে বলেন, 'বিএনপি যদি দীর্ঘমেয়াদে টিকে থাকতে চায়, তবে অন্ধভাবে মেরিটোক্রেসি অনুসরণ করতে হবে। কারণ, একটা লয়াল ছাগলের চেয়ে কম্পিটেন্ট বদমাশ সব সময়ই ভালো।’

সদ্য সংবাদ/এমটি