গণতন্ত্র ব্যর্থ হলে সেনা ক্যু অবশ্যম্ভাবী: ফাহাম আবদুস সালাম
বাংলাদেশে গণতন্ত্র ব্যর্থ হলে সেনা ক্যু অনিবার্য বলে মন্তব্য করেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আবদুস সালাম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে সতর্ক করেন তিনি। ফাহাম বলেন, `দেশের বর্তমান রাজনৈতিক জটিলতার মূল কারণ হলো দলগুলোর সিট ভাগাভাগির মানসিকতা।` তিনি বিএনপিকে আহ্বান জানিয়ে বলেন, `জামায়াত বা এনসিপির সঙ্গে আসন ভাগাভাগির রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের হাতে পূর্ণ ক্ষমতা ফিরিয়ে দিন। জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন, কে সংসদে যাবে। এটা নেতারা মিলেমিশে ঠিক করতে পারেন না।`