শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:৩৩, ২ নভেম্বর ২০২৫

বর্তমান সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না : জিল্লুর রহমান

বর্তমান সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না : জিল্লুর রহমান
ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসের সরকারের অধীনে তিনি কোনো ‘ভালো নির্বাচন’ দেখতে পাচ্ছেন না। তার মতে, বর্তমান সরকারকে নিরপেক্ষ বলা যায় না এবং তাদের একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতাও নেই।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী ভিডিওতে জিল্লুর রহমান বলেন, সরকারের সঙ্গে প্রশাসনের সম্পর্ক খুব একটা নিবিড় নয় এবং সশস্ত্র বাহিনীর সঙ্গেও টানাপোড়েন রয়েছে। তিনি বলেন, ‘মুখে তারা যাই বলুক না কেন, বাস্তবে দেখা যায় সরকার পুলিশকে তেমন গুরুত্ব দিচ্ছে না।’

নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে জিল্লুর রহমান বলেন, ‘যদি নির্বাচন হয়ও, সেটি আদৌ নির্বাচন হবে কি? প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন কি আমরা দেখতে পাব? বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও কূটনৈতিক অগ্রগতির জন্য দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি।’

তিনি আরও বলেন, ‘আমি যখন বলি, আমি কোনো নির্বাচন দেখি না এর মানে এই নয় যে আমি নির্বাচন চাই না। বরং যত দ্রুত নির্বাচন হয়, দেশের জন্য ততই মঙ্গল।’

প্রফেসর ইউনূসের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে জিল্লুর রহমান বলেন, ‘সরকারের প্রধান এখন বলছেন, নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ, যেকোনো সময় বড় আঘাত আসতে পারে। অথচ কয়েক দিন আগেই সরকারের লোকজন বলেছিল, এই নির্বাচন পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না। তাহলে হঠাৎ এই আশঙ্কা কেন? এতে বোঝা যায়, সরকারও নিশ্চিত নয় যে তারা নির্বাচনের আয়োজন ঠিকভাবে করতে পারবে কি না। জনগণের মাঝেও ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।’

জিল্লুর রহমান আরও প্রশ্ন তোলেন, ‘প্রফেসর ইউনূস যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেন, তার আগেই তিনি বলেছিলেন, এখন নির্বাচন হলে ব্যালট বাক্স ছিনতাই হবে, পুলিশ প্রস্তুত নয়। এখন কি সেই পুলিশ প্রস্তুত হয়েছে? নির্বাচন কমিশন যতই পুলিশের সঙ্গে আলোচনা করুক, তাতে কোনো বাস্তব অগ্রগতি আমি দেখি না।’

তিনি বলেন, ‘সরকার নির্বাচন নিয়ে যা বলছে আর যা করছে তার মধ্যে পার্থক্য স্পষ্ট। দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি।’

সম্পর্কিত বিষয়: