দেশে অনেকে পূর্ব পাকিস্তান হওয়ার স্বপ্ন দেখে: গোলাম মাওলা রনি
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন, খুব শিগগিরই এশিয়ার উপমহাদেশে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, আর সেই ঘটনায় বাংলাদেশও জড়িয়ে পড়বে। সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
রনির ভাষ্য, ‘মূলত আমেরিকার মদদেই দ্রুত এই অঞ্চলে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। বাংলাদেশও এর বাইরে থাকবে না।’
তিনি অভিযোগ করেন, দেশে এখনো অনেকে পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গ হওয়ার স্বপ্ন দেখে। কেউ কেউ পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে আগ্রহী এবং ভারতের সঙ্গে যুদ্ধের মনোভাব পোষণ করছেন।
ভিডিওতে তিনি দাবি করেন, ‘বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া একত্র করলে প্রায় একশ কোটি মুসলমান দাঁড়ায়। এই প্যান-ইসলামিক ধারণা নিয়ে শুধু এশিয়াতেই নয়, সারা বিশ্বের মুসলমানদের মধ্যে আলোচনা চলছে, তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করছে। একইভাবে মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে একটি সুপার পাওয়ার গড়ে তোলার চেষ্টা চলছে।’
আমেরিকার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন,‘ওরা পাকিস্তানকে ক্রমেই দরিদ্র করে তুলছে, ঋণের বোঝা বাড়াচ্ছে, দেউলিয়া বানিয়ে দিচ্ছে। ফলে সাধারণ মানুষ পেটের দায়ে অন্য কিছু ভাবার সুযোগ পাচ্ছে না। বাংলাদেশেও ধীরে ধীরে একই পরিস্থিতি তৈরি হচ্ছে।’
দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, ‘গত এক বছরে ছয় হাজার নতুন কোটিপতি হয়েছে, অথচ ২৫ লাখ মানুষ বেকার হয়েছেন। ব্যবসা-বাণিজ্য ধ্বংসের পথে, ১২টি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো অবস্থায় আছে। নতুন বিনিয়োগ নেই, তবুও নতুন কোটিপতি তৈরি হলো কীভাবে এটাই বড় প্রশ্ন।’



























