বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৬ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৬, ২২ অক্টোবর ২০২৫

জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে: নাহিদ ইসলাম

জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জুলাই সনদকে বাস্তবায়নের জন্য আইনি রূপ দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় যমুনায় অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

বলেন, 'আমরা আজকের বৈঠকে জুলাই সনদের ব্যাপারে বাস্তবিক পদক্ষেপ নিতে বলেছি। প্রেসিডেন্টের পক্ষ থেকে জুলাই সনদ নিয়ে আর কিছু করার নেই। এটিকে আইনি রূপ দিতে হবে ড. ইউনুসকে।'

এর আগে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে নির্বাচন ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য এনসিপির প্রতিনিধিদল যমুনায় যায়। বুধবার বিকেল ৫টায় এনসিপির প্রতিনিধিদল যমুনায় পৌঁছায়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে দলগুলোর মধ্যে সনদ বাস্তবায়ন নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ