রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৬, ১২ নভেম্বর ২০২৫

হাঁটুতে এমনভাবে মেরেছিল, দুই সপ্তাহ সিজদা দিতে পারিনি: আখতার হোসেন

হাঁটুতে এমনভাবে মেরেছিল, দুই সপ্তাহ সিজদা দিতে পারিনি: আখতার হোসেন
ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট সরকারের দমন–পীড়নের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানান, প্রথমবার গ্রেফতারের পর পুলিশি নির্যাতনে তার হাঁটুতে এমনভাবে আঘাত করা হয়েছিল যে, দুই সপ্তাহ পর্যন্ত তিনি সিজদা দিতে পারেননি।

সম্প্রতি নিজের নির্বাচনী এলাকায় এক মতবিনিময় সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, 'আমার হাঁটুতে তারা এমনভাবে মারছিল যে, পরের প্রায় দুই সপ্তাহ আমি সিজদা দিতে পারিনি। কিন্তু আমরা ভয় পাইনি। এই নির্মম নির্যাতনের মধ্য দিয়েই আমরা এগিয়ে গিয়েছি, আল্লাহর ওপর ভরসা রেখেছি।'

তিনি আরও বলেন, '২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় আন্দোলনের পরই তাকে প্রথম গ্রেপ্তার করা হয়। সেই সময় মোদিকে দাওয়াত দিয়ে আনা হলো। আন্দোলন হলো, অনেকে শহীদও হলেন। ওই সময় আমাকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। হাত পেছনে বেঁধে, চোখ বেঁধে অজানা স্থানে নিয়ে যায়। তারপর শুরু হয় নির্মম নির্যাতন। ওই আঘাতের ব্যথা আজও ভুলতে পারিনি।'

এনসিপির এই নেতা আরও জানান, ২০২২ সালেও তাকে আবার গ্রেপ্তার করে নির্যাতন চালানো হয়েছিল।

সদ্য সংবাদ/এমটি