ইরানে নয় মাসে ১ হাজার মৃত্যুদণ্ড কার্যকর, আইএইচআরের নিন্দা
ইরানে চলতি বছরের প্রথম ৯ মাসে অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, এটি গত তিন দশকের মধ্যে নজিরবিহীন ঘটনা। সংস্থাটির হিসেবে শুধু গত সপ্তাহেই অন্তত ৬৪ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। অর্থাৎ, দৈনিক গড়ে ৯ জনেরও বেশি। চলতি বছর এখনো তিন মাসের বেশি সময় বাকি থাকলেও মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ইতোমধ্যেই আইএইচআরের রেকর্ডে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এটি ২০২৪ সালের ৯৭৫ জনের পূর্বের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।