রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১০, ১১ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:০১, ১১ আগস্ট ২০২৫

সাবেক ওসি প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি

সাবেক ওসি প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি
ছবি: সংগৃহীত

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন দাবি জানিয়েছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে।

আজ সোমবার (১১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বহু আগে মেজর (অব.) সিনহা হত্যার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসির রায় ঘোষণা হলেও কার্যকরের তারিখ ঘোষণা করা হয়নি। জাতির সঙ্গে প্রহসন উল্লেখ করে তিনি আরও বলেন, এটা কেবল বিলম্ব নয়- এটা ন্যায়বিচারের অপমান, শহিদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা।

সাইফুল্লাহ খাঁন প্রশ্ন তুলে বলেন, প্রদীপের মতো একজন দাগি হত্যাকারীর ফাঁসি কার্যকরে সরকারের এই দীর্ঘসূত্রতা কী বার্তা দিচ্ছে? অপরাধীরা কি রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়িয়ে যেতে পারে? এই বিলম্ব শুধু ভুক্তভোগীর পরিবার নয়, আমাদের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মনোবলকে আঘাত করছে।

তিনি বলেন, আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানাচ্ছি- এই বিলম্ব আর চলবে না। প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে সরকারের কাছে আমাদের চূড়ান্ত দাবি। অন্যথায় আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো আমরা। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।