ইরানে নয় মাসে ১ হাজার মৃত্যুদণ্ড কার্যকর, আইএইচআরের নিন্দা
ইরানে চলতি বছরের প্রথম ৯ মাসে অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, এটি গত তিন দশকের মধ্যে নজিরবিহীন ঘটনা।
সংস্থাটির হিসেবে শুধু গত সপ্তাহেই অন্তত ৬৪ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। অর্থাৎ, দৈনিক গড়ে ৯ জনেরও বেশি। চলতি বছর এখনো তিন মাসের বেশি সময় বাকি থাকলেও মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ইতোমধ্যেই আইএইচআরের রেকর্ডে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এটি ২০২৪ সালের ৯৭৫ জনের পূর্বের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেছেন, 'ইরানের কারাগারগুলোতে বর্তমানে এক ধরনের গণহত্যা অভিযান চলছে। আন্তর্জাতিক মহলের কার্যকর প্রতিক্রিয়া না থাকায় প্রতিদিন মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়েই চলেছে।'
তিনি মনে করিয়ে দিয়েছেন, ইরানে এই ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে আলোচনার সর্বোচ্চ অগ্রাধিকারে রাখা উচিত।
মানবাধিকারকর্মীদের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ দেশটিতে সংবাদ প্রচার ও তথ্যপ্রবাহের ওপর কড়া নিয়ন্ত্রণ রয়েছে। বর্তমানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কেবল ফাঁসির মাধ্যমে। এগুলোর বেশিরভাগই হোয় কারাগারের ভেতরে, তবে মাঝে মাঝে প্রকাশ্যেও কার্যকর করা হয়।
ইরানে হত্যাকাণ্ড, মাদকপাচার, ধর্ষণ ও যৌন নির্যাতনসহ বিভিন্ন গুরুতর অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, চীনের পর প্রতি বছর সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। যদিও দেশটিতে নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া কঠিন।



























