বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩০, ১ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৩০, ১ অক্টোবর ২০২৫

সরকারি আশেক মাহমুদ কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সরকারি আশেক মাহমুদ কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছবি: সদ্য সংবাদ

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কলেজের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষক সংসদ।

সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যক্ষ ও শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মো. আজাদ খান।

সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদীর সঞ্চালনায় এ সময়  আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম পিপিএম-সেবা, ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকসহ  প্রমুখ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।