রাকসুর পর পেছাল চাকসু নির্বাচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন আগামী ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।
তিনি বলেন, গতকাল প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অভিযোগ ওঠে যে চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রচারণার জন্য মাত্র চার দিন সময় পাওয়া যাচ্ছে। তাই আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নির্বাচন ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস যথারীতি চলবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এক দিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তপশিলের অন্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।
আর জানান,আজ দুপুর দুইটা পর্যন্ত সাতজন প্রার্থী ব্যক্তিগত কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ।
উল্লেখ্য, প্রতিষ্ঠার ৫৮ বছর পেরিয়ে গেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ৬ বার।