বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৮:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ইউএপিতে দিনব্যাপী ’ফার্মা এক্সপো’

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ইউএপিতে দিনব্যাপী ’ফার্মা এক্সপো’
ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন করেছে দিনব্যাপী ‘ফার্মা এক্সপো ৩.০’ এর মাধ্যমে। এক্সপোটি আয়োজিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ফার্মা সায়েন্স ক্লাব (PSC) এর উদ্যোগে।ইউএপি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, কেক এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এক্সপোর সূচনা ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অব ফার্মেসির ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া, ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা। উদ্বোধনের পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে গ্রিন রোড পর্যন্ত সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ সম্পর্কিত লিফলেট বিতরণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ফার্মাসিস্টরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের অবদান ছাড়া আধুনিক চিকিৎসা ও রোগ প্রতিরোধ কার্যক্রম সম্পূর্ণ হবে না। আজকের এক্সপো শিক্ষার্থীদের ফার্মাসিস্টদের দায়িত্ব ও সমাজে তাদের প্রভাব সম্পর্কে সচেতন করবে।

স্কুল অব ফার্মেসির ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া বলেন, ফার্মা এক্সপো শিক্ষার্থীদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম, যেখানে তারা তাদের গবেষণা উপস্থাপন করতে পারে এবং স্বাস্থ্যসেবায় উদ্ভাবনী ধারণা বিকাশ করতে সক্ষম হয়।

এক্সপোতে অনুষ্ঠিত হয় শিক্ষার্থী পোস্টার প্রদর্শনী, ফার্মা অলিম্পিয়াড, কুইজ ও লাইভ কুইজ প্রতিযোগিতা, এবং মডেল ফার্মেসি বুথে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও পরীক্ষা। বিকেলে স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে রোগ প্রতিরোধ, যৌক্তিক ওষুধ ব্যবহার এবং পরামর্শের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের সচিব মুহাম্মদ মাহবুবুল হক, অধ্যাপক ড. স্বর্ণালী ইসলাম খন্দকার, অধ্যাপক ড. আইরিন দেওয়ান, ডিজিডিএর পরিচালক ড. মো. আকতার হোসাইন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ফার্মেসির ডিন অধ্যাপক সেলিম রেজা।

দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ফার্মাসিস্টদের সামাজিক ও স্বাস্থ্যসেবায় অবদান সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেছে এবং আধুনিক স্বাস্থ্যসেবায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা উপলব্ধি করতে সক্ষম হয়েছে।

সদ্য সংবাদ/এসএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ