বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১০:৫৮, ১ অক্টোবর ২০২৫

আপডেট: ১০:৫৮, ১ অক্টোবর ২০২৫

নতুন বাংলাদেশে সকল ধর্মীয় উৎসব ভয়হীন-আনন্দময় পরিবেশে পালন করা হবে: শারমীন মুরশিদ

নতুন বাংলাদেশে সকল ধর্মীয় উৎসব ভয়হীন-আনন্দময় পরিবেশে পালন করা হবে: শারমীন মুরশিদ
ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশে সকল ধর্মীয় উৎসবই ভয়হীন ও আনন্দময় পরিবেশে পালন করা হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সকল ধর্ম-বর্ণ-গোত্রের নাগরিকদের মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ মনোযোগী হওয়ার অনুরোধও করেন তিনি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মন্দিরে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেনন উপদেষ্টা।

শারমীন এস মুরশিদ জানান, প্রতিটি পূজা মণ্ডপে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সহায়তা ডেস্ক’ চালু রাখা হয়েছে। এছাড়াও দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সারাদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে ১ লাখ ৬৪ হাজার ৫২৪ জন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ৯ হাজার ৩৫৩ জনসহ মোট ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন দায়িত্ব পালন করছেন।

জরুরি প্রয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টোল-ফ্রি হটলাইন ১০৯৮ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন ১০৯ সার্বক্ষণিক চালু রয়েছে। এছাড়াও নিয়ন্ত্রণকক্ষের নাম্বারগুলো সক্রিয় রাখা হয়েছে: ১০৮১ ৮২১১৭৬৩, ০১৯২০ ৯৫০১৫২, ০১৭৪ ৯৮১৯৪২২, ০১৭১১০৫৯৮০৭, ০১৯৫৮১৯৩২৪১।

তিনি আরও বলেন, 'যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নাগরিকরা তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করলে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।'

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারও বলেন, 'শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। সকল নাগরিকদের একসঙ্গে বসবাস ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।'

ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ