বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩১, ১ অক্টোবর ২০২৫

বজ্রপাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

বজ্রপাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ছবি: সদ্য সংবাদ

‎কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে বজ্রপাতে এক দম্পতির মৃত্যু হয়েছে।

‎মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) এবং তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী ঘরের ভেতরেই অবস্থান করছিলেন। তাদের পাশের ঘরেই ছিল তাদের চার সন্তান। বজ্রপাতের তীব্রতায় জাহাঙ্গীরের টিনের ঘর কেঁপে ওঠে এবং মুহূর্তেই স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। বেঁচে যায় তাদের সন্তানরা।

‎সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়। তিনি আরও বলেন, 'নিহতদের চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়েছে। বাকি সন্তানরা এখন একেবারেই অনাথ হয়ে গেলো।'

‎স্থানীয়রা জানান, দরিদ্র কৃষক পরিবারটি দিনমজুরি ও কৃষিকাজ করেই কোনোমতে সংসার চালাত। বাবা-মায়ের এমন আকস্মিক মৃত্যুর পর শিশুদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতোমধ্যেই নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ