সরকার যেতে বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেছেন, ‘সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে, আমাকে যেতে বললে আমি চলে যাব। এখানে আঁকড়ে ধরার কিছু নেই।’ বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে সরিয়ে দেওয়া হলেও উপদেষ্টা পদে থাকা নিয়ে প্রশ্ন তুললে আবরার বলেন, ‘পদত্যাগের কোনো অভিপ্রায় নেই, কারণ আমার কাজ নিয়ে কোনো অনিয়ম হয়েছে বলে মনে করি না।’