সরকার যেতে বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেছেন, ‘সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে, আমাকে যেতে বললে আমি চলে যাব। এখানে আঁকড়ে ধরার কিছু নেই।’
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে সরিয়ে দেওয়া হলেও উপদেষ্টা পদে থাকা নিয়ে প্রশ্ন তুললে আবরার বলেন, ‘পদত্যাগের কোনো অভিপ্রায় নেই, কারণ আমার কাজ নিয়ে কোনো অনিয়ম হয়েছে বলে মনে করি না।’
তিনি জানান, শিক্ষা সচিবকে অপসারণের সিদ্ধান্তে তিনি যুক্ত ছিলেন না এবং কেন তা হয়েছে, সে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তার নয়।
সম্প্রতি শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকেলে ওই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন, যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বিক্ষোভকারীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।