শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনায় বসতে সচিবালয়ে শিক্ষক নেতারা
শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে সচিবালয়ে প্রবেশ করেছেন শিক্ষক নেতারা। এ সময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি সহ কয়েকজন শিক্ষক নেতা ছিলেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্দোলনকারী শিক্ষকদের পক্ষ থেকে ১০ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ভাতা মূল বেতনের শতাংশ হারে বাড়ানোর দাবি তুলেছেন। মন্ত্রণালয় বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে, তবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, একবারে ২০ শতাংশ বৃদ্ধি সম্ভব নয়। ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেই শিক্ষক নেতাদের ডাকা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, 'শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য শিক্ষক নেতারা আসবেন। আশা করছি, আলোচনা ফলপ্রসূ হবে।'
এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বলেন, 'শিক্ষা মন্ত্রণালয় থেকে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। আমরা সরকারের সঙ্গে আলোচনায় বসছি এবং শিক্ষকদের দাবিগুলো যুক্তিসঙ্গতভাবে তুলে ধরব।'
এর আগে, মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, শিক্ষক ও কর্মচারীদের জন্য দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে গত রোববার থেকে লাগাতার আন্দোলন শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া এ কর্মসূচিতে সারা দেশ থেকে শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়ায় দীর্ঘদিনের দাবি এবার বাস্তবায়নের পথে এগোবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্দোলনরত শিক্ষকরা।
সদ্য সংবাদ/এমটি



























