রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৫:১২, ১৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:১৫, ১৬ অক্টোবর ২০২৫

আলোচনার নামে আই-ওয়াশ করেছেন শিক্ষা উপদেষ্টা: আজীজি

আলোচনার নামে আই-ওয়াশ করেছেন শিক্ষা উপদেষ্টা: আজীজি
ছবি: সংগৃহীত

আলোচনার নামে শিক্ষামন্ত্রণালয়ের পক্ষ থেকে আই-ওয়াশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। আন্দোলনকারী শিক্ষকদের পক্ষ থেকে ১৫ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে আলোচনায় অংশ নেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনা শেষে এক ন্সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আজীজি বলেন, 'আমরা শিক্ষা উপদেষ্টাকে বাবা বলে সম্বোধন করেছি, কান্না করেছি এবং আমাদের ডাল-ভাতের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছি। কিন্তু তিনি তাঁর অবস্থানে অনড় ছিলেন। আমরা জানিয়েছি, বাজেটের প্রথম দফায় ১০ শতাংশ, পরবর্তী বাজেটে আরও ১০ শতাংশ দেওয়া হোক। পুরো বিষয়টি স্পষ্টভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা প্রয়োজন।'

তিনি আরও জানান, আন্দোলনের আগে কয়েক দফা চিঠি দিয়ে শিক্ষকদের দাবি মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। চিঠিতে বাড়িভাড়া, টিফিন ভাতা এবং উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত ছিল। তবে ১৩ আগস্টের মধ্যে উদ্যোগ গ্রহণ না হলে আন্দোলনে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।

আজীজি বলেন, '১১ আগস্ট এনএসআইয়ের পক্ষ থেকে আমাদের জানানো হয়, বাড়িভাড়া দুই হাজার টাকায় নির্ধারণ করা হবে। এরপরও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় একই প্রস্তাব আসে, যা আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা চেয়েছি শতাংশভিত্তিক বাড়িভাড়া। বিষয়টি আলোচনায় নিয়ে শিক্ষা উপদেষ্টা আমাদের যৌক্তিক দাবি হিসেবে গ্রহণ করেছেন এবং ২০ শতাংশ বাড়িভাড়ার প্রস্তাবনায় বাস্তবায়ন সম্ভব কিনা তা দেখার জন্য বলেছেন।'

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ