বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৬ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:১৩, ২২ অক্টোবর ২০২৫

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের কর্মসূচি ঘোষণা 

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের কর্মসূচি ঘোষণা 
ছবি: সংগৃহীত

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণ’ করার অভিযোগ এনে তার পদত্যাগের দাবি জানিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় সংগঠনের নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার প্রতিবাদে নতুন কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টা তাদের প্রতিনিধিদলের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন। তিনি বলেন, "আজ আমরা শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি পৌঁছে দিতে ও আমাদের দাবিসমূহ আলোচনা করতে গিয়েছিলাম। কিন্তু পদযাত্রা শুরু হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের বাধার মুখে ফেলেছে।"

তিনি আরও বলেন, পুলিশের সহযোগিতায় ১৫ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করলেও শিক্ষা উপদেষ্টা তাদের সঙ্গে দেখা না করে অপমানজনক আচরণ করেছেন। চেয়ারম্যানের মতে, 'এটি শুধু শিক্ষকদের নয়, গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা।' তিনি বলেন, 'শিক্ষকদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। শিক্ষা উপদেষ্টা শিক্ষক সমাজকে অসম্মান করেছেন। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।'

শিক্ষকদের দাবিগুলো হলো:
১. চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে।
২. এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন দিতে হবে।
৩. ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।
৪. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে।
৫. অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

সদ্য সংবাদ/এসএইচ

সর্বশেষ

আরও পড়ুন