বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৬ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২২:১৮, ২২ অক্টোবর ২০২৫

সীমান্ত সুরক্ষায় বিজিবির তিন নতুন ব্যাটালিয়ন, পদ সৃষ্টি ২২৫৮

সীমান্ত সুরক্ষায় বিজিবির তিন নতুন ব্যাটালিয়ন, পদ সৃষ্টি ২২৫৮
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, বান্দরবানের থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি নতুন ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে বিজিবির জন্য নতুন করে মোট ২ হাজার ২৫৮টি পদ সৃষ্টি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে মঙ্গলবার (২১ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন ব্যাটালিয়নগুলোতে পরিচালক পদে ৩ জন, অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক পদে ৯ জন করে, সহকারী পরিচালক ৩ জন, পুলিশ ইন্সপেক্টর ৩ জন, সুবেদার মেজর ৩ জন, সুবেদার ১৮ জন, নায়েব সুবেদার ৫৭ জন, হাবিলদার ২৪০ জন, নায়েক ২৮৫ জন, ল্যান্স নায়েক (অফিস সহকারী) ১৫ জন, ল্যান্স নায়েক ৩২৭ জন, সিপাহি অফিস সহকারী ১৫ জন, সিপাহি ১ হাজার ২২১ জনসহ বিভিন্ন ক্যাটাগরিতে নতুন পদ তৈরি করা হয়েছে।

বর্তমানে বিজিবির সদস্যসংখ্যা ৫৭ হাজার ৪৭৭। নতুন পদগুলো যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে ৫৯ হাজার ৭৩৫-এ।

নতুন পদগুলো তৈরির ক্ষেত্রে সরকারি নির্দেশনা, অর্থ বিভাগের জিও অনুমোদন এবং সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ইলেকট্রিশিয়ান, বাবুর্চি, মালি, প্লাম্বার, কার্পেন্টারসহ অন্যান্য সেবাকর্মী আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগের কথা বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনটি ব্যাটালিয়নের জন্য মোট ২ হাজার ২২৬টি পদ এবং বর্ডার গার্ড হাসপাতালের জন্য অতিরিক্ত ৩২টি পদ অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকাগুলোতে পর্যাপ্ত জনবল না থাকায় নতুন ব্যাটালিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ভারতের প্রতি কিলোমিটারে যেখানে গড়ে ১৫ জন বিএসএফ সদস্য দায়িত্বে রয়েছেন, সেখানে বাংলাদেশের সীমান্তে রয়েছেন মাত্র ২ জন বিজিবি সদস্য। নতুন ব্যাটালিয়ন চালু হলে সীমান্ত সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বিজিবি।

সর্বশেষ

আরও পড়ুন