বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

বিজিবি

বিজিবি

ফেলানী হত্যার এক যুগ পর বিজিবিতে চাকরি পেলেন ছোট ভাই

ফেলানী হত্যার এক যুগ পর বিজিবিতে চাকরি পেলেন ছোট ভাই

‎সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর মৃত্যুর এক যুগ পর এবার তার ছোট ভাই আরফান হোসেন (২১) বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিলেন। ‎বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় ফেলানীর ছোট ভাই অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। পরে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করেন। আগামীকাল ১৯ সেপ্টেম্বর তিনি প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন।

ঢাকায় বিজিবি–বিএসএফ বৈঠক, প্রাধান্য পাবে হত্যা-অনুপ্রবেশ প্রসঙ্গ

ঢাকায় বিজিবি–বিএসএফ বৈঠক, প্রাধান্য পাবে হত্যা-অনুপ্রবেশ প্রসঙ্গ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশইন ও গুলিতে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে আজ সোমবার ঢাকায় শুরু হয়েছে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনের সম্মেলন। বৈঠকে মূলত পুশইন, সীমান্ত হত্যা, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ নিয়ে আলোচনা হবে। ঢাকার বিজিবি সদর দপ্তরে আয়োজিত এ বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলকে নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।