ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে ঘটতে থাকা অপ্রীতিকর ঘটনা এড়াতে, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি।
বুধবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
তিনি বলেন, ‘সকাল থেকে আমরা মাঠে তৎপর রয়েছি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করবে বিজিবি সদস্যরা।’
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে। এটিকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীতে প্রায় ১০টি বাসে অগ্নিসংযোগ ও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সদ্য সংবাদ/এমটি



























