রাঙ্গামাটিতে বিজিবির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙ্গামাটি সেক্টরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) দুপুরে সেক্টর সদর দপ্তরে এ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামরিক-বেসামরিক কর্মকর্তা, প্রশাসনিক প্রতিনিধিসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রীতিভোজে আগত অতিথিদের স্বাগত জানান রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের পূর্বে বিজিবির রাঙ্গামাটি সেক্টরের বিভিন্ন কার্যক্রম, সীমান্ত নিরাপত্তা এবং উন্নয়নমূলক দায়িত্ব পালনের চিত্র তুলে ধরা হয়।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর 'মারিশ্যা' ও 'কাপ্তাই' দুটি ব্যাটালিয়ন নিয়ে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমান বিজিবি) রাঙ্গামাটি সেক্টরের যাত্রা শুরু হয়। পরে ১৯৭৯ সালে বরকলে একটি নতুন ব্যাটালিয়ন যুক্ত হয়। ১৯৯৪ সালে সেক্টর সদর দপ্তর রিজার্ভ বাজার এলাকা থেকে ঝগড়ার বিল এলাকায় স্থানান্তরিত হয়।
বর্তমানে এ সেক্টরের আওতায় ১৯, ২২, ২৫ ও ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালন করছে। পার্বত্য অঞ্চলে শান্তি ও সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে রাঙ্গামাটি বিজিবি সেক্টর দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ মাহবুব আলম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আতিয়ার রহমান এবং জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. নাজমুল হোসেন ইমন/এমটি



























