বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৬ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ২২ অক্টোবর ২০২৫

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা চেয়েছে: আইন উপদেষ্টা

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা চেয়েছে: আইন উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে সরকার নিরপেক্ষভাবেই কাজ করছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে গনমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই, তবে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের কারণে কিছু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বাস্তব অগ্রগতি দেখালে এসব বিভ্রান্তি দূর হবে।

জনপ্রশাসনে বদলি ও নিয়োগ নিয়ে বিএনপির আপত্তি বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা নিজে বিষয়টি দেখভাল করবেন। সব দলই প্রশাসনে দলীয় প্রভাবের অভিযোগ করছে, যা প্রমাণ করছে সরকার দায়িত্ব পালন করছে নিরপেক্ষভাবে। ১৫ জন সেনা সদস্যকে সাবজেলে রাখার বিষয়ে আইন উপদেষ্টা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই এই সিদ্ধান্ত নিয়েছে। ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধা প্রশংসনীয়। আসামিদের কোথায় রাখা হবে, তা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।

সদ্য সংবাদ/এসএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

আরও পড়ুন